নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি) । গত শনিবার ১০ই আগষ্ট বিবৃতির মাধ্যমে সরকারকে অভিনন্দন জানিয়েছেন ।
১০ই আগষ্ট ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি) কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে দলটি । সভায় দলের চেয়ারম্যান ডা. এম এ রব রনি বলেন “ দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি, গন্যহত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চত করতে হবে জাতি সরকারের কাছে এই প্রত্যাশা করেন । “ তিনি বলেন , আমরা দেশের সর্বস্তরের জনগন বিশেষ করে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী (এনএলডি) নেতা কর্মীদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে কার্যকর ভাবে সহায়তা করার আহ্ববান জানাচ্ছি । সেই সঙ্গে দেশের কোন ধ্বংসাত্মক কার্যকলাপ যাতে সংঘটিত না হয় , ভিন্ন ধর্ম অবলম্বীদের ওপর হামলা ও জানমালের কোন ক্ষয়ক্ষতি যেন না হয় । সেই জন্য পাহারাদারের ভূমিকা অব্যহত রাখার আহ্বান জানাচ্ছি । সভায় অন্যান্য মধ্যে সংগঠনের মহাসচিব আমিনুল ইসলাম ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন , দপ্তর সম্পাদক আব্দুল মান্নান বাদল , ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো : আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।